কার্যালয়: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধামরাই, ঢাকা
দপ্তর প্রধান: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
দপ্তর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: ঢাকার ধামরাই এর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন প্রতিষ্ঠান। এই দপ্তরটি ১৯২৪ সাল থেকে প্রাণিসেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তৎকালীন বৃটিশ আমলে এই দপ্তরে গবাদি পশু, সৌখিন কবুতর ও ঘোড়ার চিকিৎসা করা হত। বৃটিশ, পাকিস্তান ও স্বাধীনতা পরবর্তীকাল থেকে অদ্যবধি এই প্রতিষ্ঠান প্রাণিসম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর ফলশ্রুতিতে, বর্তমানে ধামরাই উপজেলা দুধ, ডিম ও মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে , চাহিদার বিপরীতে দুধ, ডিম ও মাংস উৎপাদন উদ্বৃত্ত হওয়ায় ঢাকা শহর সহ অন্যান্য জেলায় এই সব পণ্য বাজারজাত করা হয়।
বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এই দপ্তরের তত্ত্বাবধানে কৃত্রিম প্রজনন, চিকিৎসা , ভ্যাক্সিনেশন, ঘাস চাষ সম্প্রসারণ এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুঃস্থ ও প্রান্তিক খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন করা হচ্ছে। এছাড়া, বেকার যুবকদের প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। ছাগল ও দেশী মুরগী পালনে বিভিন্ন লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নারীর কর্মসংস্থান তৈরি হয়েছে।
বর্তমানে, ধামরাই উপজেলার ২০২০-২১ অর্থবছরে দুধ উৎপাদন- ৭০,০০০ মেট্রিক টন, ডিম- ২০ কোটি এবং মাংস উৎপাদন- ৪০০০০ মেট্রিক টন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস